২৯ জানুয়ারি, ২০২৫ || ১৫ মাঘ, ১৪৩১
জামায়াত বিএনপিকে আর সুযোগ দেওয়া হবে না  - মোঃ মুজিবুল হক এমপি
  • Updated Oct 22 2023
  • / 486 Read


চৌদ্দগ্রাম প্রতিনিধি;
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন, খেলা হবে ২৪ সালে, অগ্নি সন্ত্রাসকারী জামায়াত বিএনপিকে হটানোই হবে আমাদের ফাইনাল খেলা। যখনই নির্বাচন আসে তখনই তারা আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাসে মেতে উঠে। জামায়াত বিএনপিকে আর সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ তাদের প্রতিহত করা হবে।


সাবেক রেলমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। পুরোদেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত। বিশ্বের মানুষ তাকে সম্মান করেন। তিনি নিজের জীবন বাজি রেখে দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই এই উন্নয়নের জোয়ার বেগবান করতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
তিনি শনিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 


ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নাইমুর রহমান মজুমদার রিফাত এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসহাক খান, আকতার হোসেন পাটোয়ারী, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মিয়াজি, জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ খোকন, ইউপি চেয়ারম্যান একে খোকন, জাফর ইকবাল, মাহবুব হোসেন মজুমদার, মোশারেফ হোসেন, মাহফুজ আলম, কাজী ফখরুল আলম ফরহাদ, নায়িমুর রহমান মজুমদার মাসুম, এড. জুলফু মিয়া, এড. আবদুল হামিদ তালুকদার, মহসিন আলম খান, কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, মহিলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুনেচ্ছা আমিন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, জসিম উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাছিমা বেগম, ফরিদ উদ্দিন, যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, আওয়ামী লীগ নেতা আবদুল কাদের, ফারুক আবদুল্লাহ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরস মজুমদার, যুবলীগ নেতা নজির আহমেদ মজুমদার, কাউন্সিলর মিজানুর রহমান, পৌরসভা যুবলীগের সভাপতি কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী, ইউনিয়ন যুবলীগ নেতা বেলাল হোসেন মেম্বার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক প্রিন্টু, জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউসার হানিফ শুভ, আল রায়হান আলকাছ, আবু আহমেদ ভূঁইয়া সোহাগ, প্রকৌশলী হুমায়ুন কবির, নুরুল বাহার মেম্বার, কামরুল হাসান চৌধুরী, কাজী মোজাম্মেল হক লাওশান, গোলাম রসুল প্রমুখ। ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম বিল্লাহর সঞ্চালনায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণের উপস্থিতিতে জনসভাটি জন সমুদ্রে পরিণত হয়েছে।

Tags :

Share News

Copy Link

Comments *